ব্যাটারী চালিত রিকশার জন্য ঋণ পেলেন সাইদুল
বি-স্ক্যান এর ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় এবার ঋণ দেয়া হলো সাইদুল ইসলাম রনিকে। তিনি ব্যাটারি চালিত পুরানো একটি রিকশা কেনার জন্য আবেদন করেছিলেন। গত ১ মার্চ, ২০১৭ রিকশাটি কেনার জন্য তাকে ঋণ প্রদান করা হয়। সংগ্রামী সাইদুল শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেন নি। দুই পায়ে দাড়াতে না পারলেও জীবন সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মা এবং স্ত্রীকে নিয়ে সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমরা তার পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।
ব্যাটারি চালিত শারীরিক প্রতিবন্ধী মানুষের চালানোর উপযোগি এই রিকশাটির মালিক নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ।
Related Portfolio
সীমার কাপড়ের ব্যবসায় ঋণ প্রদান
রেবেকা মুন্সী সীমা একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী এবং কাপড়ের ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে দোকানে নতুন কাপড় তোলার
ঋণ পেলেন শর্মী রায়
মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় বসবাসরত শর্মী রায় একজন মস্তিষ্ক পক্ষাঘাত (সেরিব্রাল পালসি) প্রতিবন্ধী নারী।।
এ এম রিয়াদ হোসেন
সাভার ভাটপাড়া নিবাসী মস্তিষ্ক পক্ষাঘাত প্রতিবন্ধী ব্যক্তি এ এম রিয়াদ হোসেনকে তার মাশরুম ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ৪ জুন ২০১১ সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।