আগামী ২১ অক্টোবর, ২০১৮ বাংলাদেশ বনাম জিম্বাওয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা দেখতে আগ্রহী প্রতিবন্ধী ভাইবোনদের যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। টিকেট ফ্রী, কিন্তু মাত্র ২০টি। হুইলচেয়ার ব্যবহারকারি (সাথে একজন সহযোগি আনতে পারবেন) এবং আগে যারা এই সুযোগ পাননি তাদের অগ্রাধিকার দেয়া হবে।
এখানে উল্লেখ্য যে, বি-স্ক্যান এর ২০১২ সাল থেকে দীর্ঘদিনের জনওকালতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একটি সমঝোতা তৈরি করতে সক্ষম হয়েছে যার কারণে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবন্ধী মানুষের (বিশেষত হুইলচেয়ার ব্যবহারকারি) জন্য নির্ধারিত স্থান উত্তর গ্যালারীর শহীদ জুয়েল স্ট্যান্ডে বসে খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বিসিবি থেকে প্রতিবন্ধী মানুষের খেলা দেখার জন্য একজন সহযোগিসহ (যাদের প্রয়োজন) ২০টি ফ্রী টিকেট প্রদান করা হয়। বি-স্ক্যান টিকেট সংগ্রহ থেকে শুরু করে খেলা দেখানো পর্যন্ত সব কিছু নিজ দায়িত্বে পালন করে থাকে।
যোগাযোগ
মোবাইল – ০১৬৭৬৮২৮৮৭৪