বি-স্ক্যান প্রতিবন্ধী নারী নেতৃত্বের সংগঠন হিসেবে এবং বিভিন্ন নারী সংগঠনের সাথে কাজের ভিত্তিতে এমন একটি নথীর অভাব অনুভব করেছে যেখানে নারীদের সর্বক্ষেত্রে প্রবেশগম্যতা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নির্যাতন ও সহিংসতা থেকে মুক্তি এবং ক্ষমতায়ন বিষয়ক অধিকারসমূহ একটি সংকলনে একত্রে ও সহজবোধ্য রূপে রয়েছে। তাই নির্বাচিত কিছু আইন ও নীতিমালার উল্লেখযোগ্য অংশসমূহ এই উপস্থাপনায় যতটুকু সম্ভব সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।