রাজশাহীতে হেয়ারিং এইড প্রদান
৩০ ডিসেম্বর, ২০১৩ আগস্ট রাজশাহীর কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক ১০টি হিয়ারিং এইড ও বেশ কিছু সহায়ক উপকরণের আবেদনের প্রেক্ষিতে দু’জন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে হিয়ারিং এইড দেয়া হয়েছে। লিয়ন ইন্টার ন্যাশনালের সহযোগিতায় রাজশাহীতে এই ১০ জনের শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির হিয়ারিং টেস্টই নেয়া হয়েছে। তবে বাকী ৮ জনের হিয়ারিং এইড ও অন্যান্য উপকরণের ফান্ড যোগার হলেই সেগুলোও পৌছে দেয়া হবে।