ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এ আয়োজিত পথচারী বান্ধব যাতায়াত ব্যবস্থাঃ সমস্যা ও উত্তরণ শীর্ষক কর্মশালায় বি-স্ক্যান অংশ নেয়। ডিটিসিএ এর সম্মেলন কক্ষে নির্বাহী পরিচালক জনাব খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মারুফ হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন।
বি-স্ক্যান এর পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা নিশ্চিতে বেশ কিছু সুপারিশ প্রদান করা হয়। তার মধ্যে প্রবেশগম্যতা বিষয়ক একজন কর্মকর্তা নিয়োগের সুপারিশটি সভাপতি গ্রহণ করেন এবং তেমন একজনকে নিয়োগ দেয়া হবে বলে জানান। আমাদের মনে হয়েছে, প্রবেশগম্যতা বিষয়টি যেভাবে উপেক্ষিত সেখানে একজন নিয়োগ প্রাপ্ত ব্যক্তি থাকলে সরকারি কার্যক্রমে প্রবেশগম্যতার বিষয়টি বাদ পড়বে না।
কর্মশালায় ডিটিসিএ, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা
দক্ষিণ সিটি কর্পোরেশন, বিআরটিএ, এমআরটি, বুয়েট, ঢাকা
ট্রাফিক ইত্যাদি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।