প্রতিবন্ধী নারী ও তার অধিকার

বি-স্ক্যান প্রতিবন্ধী নারী নেতৃত্বের সংগঠন হিসেবে এবং বিভিন্ন নারী সংগঠনের সাথে কাজের ভিত্তিতে এমন একটি নথীর অভাব অনুভব করেছে যেখানে নারীদের সর্বক্ষেত্রে প্রবেশগম্যতা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নির্যাতন ও সহিংসতা থেকে মুক্তি এবং ক্ষমতায়ন বিষয়ক অধিকারসমূহ একটি সংকলনে একত্রে ও সহজবোধ্য রূপে রয়েছে। তাই নির্বাচিত কিছু আইন ও নীতিমালার উল্লেখযোগ্য অংশসমূহ এই উপস্থাপনায় যতটুকু সম্ভব সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পেতে যা করণীয়

প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পেতে এবং এমআইএস পদ্ধতিতে নাম অন্তর্ভুক্ত করতে যা করণীয়:

– এমআইএস-এ  অন্তর্ভুক্ত হতে ভাতা কার্ড যাদের আছে তাদেরকে প্রতিবন্ধিতা আইডি কার্ডসহ সংশ্লিষ্ট শহর সমাজসেবা/ উপজেলা সমাজসেবা/ জেলা সমাজসেবা কাযালয়/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

– যাদের ভাতাকার্ড নেই কিন্তু প্রতিবন্ধিতা আইডি কার্ড আছে তাদেরকে ভাতার জন্য অনলাইন থেকে অথবা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন ফর্ম নিয়ে তা পূরণ করে সংশ্লিষ্ট শহর সমাজসেবা/ উপজেলা সমাজসেবা/ জেলা সমাজসেবা কাযালয়/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে হবে। সাথে নিজের ছয় কপি পাসপোট সাইজের সত্যায়িত ছবি, নমিনির চার কপি পাসপোট সাইজের সত্যায়িত ছবি আবেদনের সাথে জমা দিতে হবে। এছাড়াও আবেদনটি কমিশনার/কাউন্সিলরকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে।

– যাদের প্রতিবন্ধিতা আইডি কার্ড নেই তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট শহর সমাজসেবা/ উপজেলা সমাজসেবা/ জেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে প্রতিবন্ধিতা আইডি কার্ডের জন্য আবেদন করতে হবে। তারা একটি আবেদন ফর্ম দেবেন (যা অনলাইনেও dis.gov.bd পাওয়া যায়) সেটা পূরণ করে জমা দিয়ে আসতে হবে। তারা প্রার্থীকে একটি স্লিপ দেবেন যেটা নিয়ে পরে যখন তারা ডাক্তারি পরীক্ষার জন্য ডাকবেন তখন যেতে হবে। এরপর আইডি কার্ডটি হাতে পাওয়া যাবে।

  • তবে এমআইএস-এর মাধ্যমে ভাতার অর্থ পেতে হলে আবেদনকারীকে অবশ্যই বিকাশ/নগদ হিসাব থাকতে হবে।
  • উপরে উল্লেখিত সকল সেবা বিনামূল্যে পাওয়া যাবে।

পথচারী বান্ধব যাতায়াত ব্যবস্থাঃ সমস্যা ও উত্তরণ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এ আয়োজিত পথচারী বান্ধব যাতায়াত ব্যবস্থাঃ সমস্যা ও উত্তরণ শীর্ষক কর্মশালায় বি-স্ক্যান অংশ নেয়। ডিটিসিএ এর সম্মেলন কক্ষে নির্বাহী পরিচালক জনাব খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মারুফ হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন।



বি-স্ক্যান এর পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা নিশ্চিতে বেশ কিছু সুপারিশ প্রদান করা হয়। তার মধ্যে প্রবেশগম্যতা বিষয়ক একজন কর্মকর্তা নিয়োগের সুপারিশটি সভাপতি গ্রহণ করেন এবং তেমন একজনকে নিয়োগ দেয়া হবে বলে জানান। আমাদের মনে হয়েছে, প্রবেশগম্যতা বিষয়টি যেভাবে উপেক্ষিত সেখানে একজন নিয়োগ প্রাপ্ত ব্যক্তি থাকলে সরকারি কার্যক্রমে প্রবেশগম্যতার বিষয়টি বাদ পড়বে না।

কর্মশালায় ডিটিসিএ, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিআরটিএ, এমআরটি, বুয়েট, ঢাকা ট্রাফিক ইত্যাদি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।