একীভূত সমাজ গড়ার অঙ্গীকারে বি-স্ক্যানের কনসার্ট
- Posted In : News
- 0 : comment
‘চলুন, একীভূত সমাজ গড়ি’ এই অঙ্গীকার নিয়ে ৮ জানুয়ারি, ২৯১৫ ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিতহলো ওপেন কনসার্ট। প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন (ডিপিও) বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এর আয়োজনে বিভিন্ন ব্যান্ড দল এবং প্রতিবন্ধী শিল্পীরা অংশগ্রহণ করেন এই কনসার্টে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র তারকা ফেরদৌস। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বি-স্ক্যানের প্রতিষ্ঠাতা সভাপতি সাবরিনা সুলতানা ও তানভির আরাফাত ধ্রুব।
ব্যান্ডদলের মধ্যে জলের গান, নেফারিয়াস সেনটিনেল, আবর্তন ও শহরতলীর পরিবেশনা ছিল। অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিল্পীদের মধ্যে আরও ছিলেন চাঁদের কনা, স্বপ্না চাঁদনী, নজরুল ইসলাম ও শাহাবুদ্দিন দোলন। তাদের সাথে একই কাতারে আবৃত্তিকার রূপা চক্রবর্তী অংশ নেন। পুরো অনুষ্ঠানে প্রতিবন্ধী মানুষের সাথে অ-প্রতিবন্ধী মানুষের সম অংশগ্রহণ ছিল প্রতিটি পর্যায়ে। পারফর্মার ও স্বেচ্ছাসেবকদের মধ্যেও এই সমতা ছিল। বি-স্ক্যান প্রতিবন্ধী মানুষের সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাদের অধিকার অর্জনেএবং এই দেশের জনগণের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সচেতনতার উদ্দেশ্য কাজ করে যাচ্ছে।
প্রতিবন্ধী মানুষের কন্ঠস্বর হিসেবে ২০১২ সালের ডিসেম্বর থেকে বি-স্ক্যান কর্তৃক প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক পত্রিকা অপরাজেয়। প্রতিবন্ধী মানুষের সমন্বয়ে প্রতিবন্ধী ব্যক্তি দ্বারা পরিচালিত এই পত্রিকাটির ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সিম্ফোনি, ওয়াটারএইড, সাজিদা ফাউন্ডেশন, টিম এবং নিও জিপার কোম্পানী লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই কনসার্টের মিডিয়া পার্টনার ছিলো সময় নিউজ, এটিএন নিউজ,রেডিও টুডে, রেডিও এবিসি, দৈনিক সমকাল, বিডিনিউজটুয়েনটিফোর।