শীতবস্ত্র বিতরণ
২১ ডিসেম্বর ২০১১ শনিবার আমারব্লগ ডটকম, হোপ ফর অল, অথেন্টিক ফাউন্ডেশন,মাসিক মুকুল (দুবাই) ও বি-স্ক্যান এর যৌথ উদ্যোগে কুড়িগ্রামের চিলমারি উপজেলার থানা হাট ইউনিয়নের মৌজা থানা গ্রামে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমারব্লগ ডট কম এর বাংলাদেশী প্রতিনিধি ও ব্লগার মাহমুদুল হাসান রুবেল, মার্শাল রিচার্ড এবং আসাদ-উস-সাকি; অথেনটিক ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য রওশন আক্তার শিখা, রফিকুল ইসলাম রাহাত এবং কহিনূর আক্তার; হোপ ফর অল এর ট্রাস্টি সদস্য রিয়াজুল ইসলাম, উজ্জ্বল চৌধুরী এবং ডা . ফারহানা আফরিন; বি-স্ক্যান এর অর্থ সম্পাদক অরণ্য আনাম।